সিরাজগঞ্জের র্যাব -১২ ও র্যাব -৪ এর যৌথ অভিযানে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক মামলার আসামী আদম আলী সরকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে। সে শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামের হাতেম আলী সরকারের ছেলে।
র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জামায়াতের ডাকা সারাদেশে গত ৫ ডিসেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ চলাকালে দূর্বৃত্তরা মহাসড়কে মুরগির বাচ্চা বহনকারী কাভার্ড ভ্যানে আগুন দেয়। এতে মুরগির বাচ্চাগুলো অগ্নিদগ্ধে মারা যায় এবং কাভার্ডভ্যানের ক্ষতি হয়। এ ব্যাপারে কাভার্ড ভ্যানের মালিক প্রোপাইটার সুরুজ মিয়া সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঢাকার মিরপুর মডেল থানার ধানক্ষেত মোড় এলাকায় র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।